চিজ পাস্তা রেসিপি
উপকরণ:
১।এক প্যাকেট পাস্তা.
২।একটি পেঁয়াজ কুচি
৪।এক কাপ টমেটো কুচি
৬।কাঁচা মরিচ ( প্রয়োজনমতো )
৮।চার টেবিল চামচ টমেটো সস
১০।আধ কাপ চিকেন (ছোট কুচি)
১২।পরিমাণমতো লবণ এবং তেল
১।প্রথমে একটি প্যানে অল্প পরিমাণ তেল এবং লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নেবেন।
২।পাস্তা সেদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে রাখবেন।
৪।এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে রাখুন।
৬।এবার তাতে ভেজে রাখা ডিম, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং সোয়া সস মিশিয়ে নাড়াচাড়া দিন।
৮।এবার পাস্তাটি ডিশে ঢেলে চিজ ছড়িয়ে ওভেনে বেক করে নিলেই রেডি চিজ পাস্তা। গরম গরম পরিবেশন করুন।
0 Comments